Friday, 3 March 2017

চলুন দীঘা ঘুরে আসি

চলুন 23 April 2017 থেকে 26 April 2017 Traveller Clubé  এর সাথে ২ দিনের জন্য রোজকার একঘেয়ে ব্যস্ত জীবনের মাঝে একটু অন্য স্বাদে দীঘা ঘুরে আসি। Traveller Clubé আপনার ভ্রমণ পিপাসা পূরণ করে আপনার সাধ্যের মধ্যে আপনার রুচি অনুযায়ী। আপনার ঘুরতে যাওয়াটা যাতে ঘোরার মতো হয় সবার আগে সেটা খেয়াল রাখা হয়। আপনার ঘুরতে গিয়ে বাকি চিন্তাটা আমাদের। কোথায় থাকবেন, সাইট সীন কি করে দেখবেন, খাওয়াদাওয়ার সম্পূর্ণ দায়িত্ব, আরো কত কি খুঁটিনাটি। ঘুরতে গিয়ে আপনি যেন টেনশন ফ্রী হতে পারেন আর প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন। এতকিছু ছাড়াও আমরা আরও একটা বিষয় ভাবি সেটা, যেন আপনার খরচা সামান্য হয়। তাই অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার লোকের দ্বারা পুরো ট্যুর প্রোগ্রামটা পরিচালিত হয়। অহেতুক খরচ যাতে না বাড়ে সেটা যেমন দেখা হয় আবার সুখ স্বাচ্ছন্দে যেন অসুবিধা না হয় সেটাও দেখা হয়। ঠিক যেন ঘর থেকে দূরে গিয়েও একটা ঘরোয়া পরিবেশ এর অনুভূতি। আমরা বিশ্বাস করি সম্পর্কে,কারন আজকের যুগে এটাই বিপননির শেষ কথা।
 
               23 April 2017 ঠিক রাত 10টা'য় আমাদের বাস ছাড়বে চিত্তরঞ্জন 3 নম্বর গেট থেকে 24 April 2017 সকালে নিউ দীঘা পৌঁছে সকালের প্রাতরাশ সেরে বেরিয়ে পড়ুন সমুদ্র স্নানে। তারপর দুপুরের খাওয়াদাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে অমরাবতী পার্ক, ঘুরে ওল্ড দীঘা ঘুরে বিকালে সমুদ্রের সূর্যাস্ত দেখুন। হোটেলে রাতের খাওয়ার পর রাত্রিযাপন। পরের দিন 25 April 2017 সকাল সকাল প্রাতরাশ সেরে বেরিয়ে পড়ুন তালসারি বিচ, উদয়পুর বিচ, চন্দ্রালেস্বরাম মন্দির, নৈসর্গিক দৃশ্য দেখে চলে আসুন   একোয়া মেরিন এ সামুদ্রিক প্রাণীর সংগ্রহ দেখতে, এরপর দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম। বিকেলে সমুদ্র পাড়ের দোকান থেকে কিছু হস্ত শিল্পের কেনাকাটা,সমুদ্র দেখা। এরপর হোটেলে ফিরে রাতের খাওয়া সেরে দীঘা থেকে বাসে চিত্তরঞ্জনের পথে বেরিয়ে পরা। পরেরদিন 26  April 2017 সকালে চিত্তরঞ্জন পৌঁছানো।

ভ্রমণ মূল্য:
                 প্রাপ্ত বয়স্ক: মাথাপিছু 2500 টাকা
5 থেকে 11 বছর বাচ্চা: মাথাপিছু 1300 টাকা
5 বছরের নিচের বাচ্চাদের কোনো খরচ লাগবে না।
তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে:
9476240564
9851440655
9474694853
9851291704
8670549464
9932641500

                       Advertisement
             www.sivamconstruction.in
    আপনার স্বপ্নের বাড়ী তৈরির কারিগর

1 comment:

  1. Really the company provides their customers good service in budget.

    ReplyDelete